Read more
নারায়ণগঞ্জের জিন্দা পার্ক এলাকায় চলছে শান সিনেমার দ্বিতীয় লটের শুটিং। সেখানে টানা কিছুদিন শুট চলবে এরপর ঢাকার বিভিন্ন জায়গায় এর চিত্রায়ণ করা হবে।
গত বছরের ঈদে ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রি পেয়েছে নতুন এক জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। প্রথম ছবিতেই সুপার হিট তকমা কুড়িয়ে পরবর্তী ছবি ‘দহন’ এ চমক দেখান এ জুটি।
এরপর নতুন এই জুটির তৃতীয় ছবি ‘শান’ এর ঘোষণা এসেছিল অনেক আগেই।
ঈদের আগে রবিবার (২৬ মে) রাজধানীর উত্তরায় এ ছবির ক্যামেরা ওপেন হয়েছে। ঈদের একদিন আগ পর্যন্ত টানা শুট হয় প্রথম লটের। ছবিটি পরিচালনা করছেন এম রাহিম যিনি এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনায় এম রাহিম। চিত্র গ্রাহক সাইফুল শাহীন ছবিতে অভিনয় করছেন সিয়াম, পূজা চেরি ও তাসকিন রহমান, অরুনা বিশ্বাস, চম্পা,ডনসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।
0 Reviews