এবার ‘স্বপ্নবাজি’ নিয়ে মাহি

এবার ‘স্বপ্নবাজি’ নিয়ে মাহি

Size
Price:

Read more

Mahiya Mahi
ঢাকাই চলচ্চিত্রের ‘অগ্নিকন্যা’ খ্যাত নায়িকা মাহিয়া মাহি। একাধিক ব্যবসা সফল ছবির নায়িকা তিনি। রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ, শহুরে যেখানে যেমন, মাহি সেখানে তেমন আকার ধারণ করতে পারেন। নিজের অভিনয় নৈপুণ্যে মাহি কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন শীর্ষনায়িকাদের কাতারে। দেশ ছাড়িয়ে ওপার বাংলার অঙ্কুশ, সোহম, ওম ও বনির সঙ্গেও তিনি কাজ করেছেন।
সম্প্রতি মাহি তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ সিনেমার কাজ শুরু করেছেন। গত বছরের মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও নানা জটিলতার কারণে সেসময় শুটিং ফ্লোর পর্যন্ত যায়নি। সবকিছু ঠিকঠাক করে গত ২৩ ফেব্রুয়ারি পুরান ঢাকায় ছবিটির ক্যামেরা চালু হয়েছে।
ছবিটিতে ‘যানিয়া’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি। অতি সম্প্রতি এই নায়িকা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘স্বপ্নবাজি’ সিনেমার শুটিং সেট থেকে শুটিংয়ের কয়েকটি ছবি আপলোড করেছেন। ছবিগুলোতে দেখা গেছে সিগারেট হাতে অশ্রুসিক্ত নয়নে মাহি কারও সঙ্গে মোবাইলে কথা বলছেন। ছবির ক্যাপশনে লিখেছেন ‘স্বপ্নবাজি’ হবে আমার টার্নিং পয়েন্ট।’
এই ছবিতে কাজের প্রসঙ্গে মাহি  গণমাধ্যমকে জানান, ‘স্বপ্নবাজি’ অন্যরকম গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে। এই ধরণের গল্পের সিনেমা আগে কখনও আমাদের ইন্ডাস্ট্রিতে হয়নি। আমি অনেক ধন্যবাদ দিতে চাই রায়হান রাফি ও পিয়াল হোসাইন ভাইকে, আমাকে এমন সুন্দর একটি প্রোজেক্টে কাজ করার সুযোগ দেয়ার জন্য। আমার জায়গা থেকে সেরাটুকু দেয়ার সর্বাত্মক চেষ্টা করে যাবো।’
মাহিয়া মাহি প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি গণমাধ্যমকে জানান, ‘ইন্ডাস্ট্রির কয়েকজন সিনিয়র শিল্পী মাহির সম্পর্কে বেশ প্রশংসা করেছেন। তারা জানান, মাহির পেশাদারিত্ব, সময়জ্ঞান, কাজের প্রতি আন্তরিকতায় মুগ্ধ না হয়ে উপায় নেই। তাছাড়া মাহি ইন্ডাস্ট্রির একজন সফল নায়িকা। তার বেশ জনপ্রিয়তা আছে। তাই সবদিক ভেবেই আমরা মাহিকে নিয়েছি।’
ছবিটি গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘শোবিজ অঙ্গনে অনেক মডেল-নায়ক-নায়িকা আসেন স্বপ্ন নিয়ে। তারা টিকে থাকতে নানা ধরনের বাজি ধরেন। সেখানে প্রেম, ভালোবাসা যেমন থাকে, তেমনি থাকে স্বার্থ আর কালো টাকার বাজি। এই বাজিতে কেউ টিকতে পারে, কেউ ধ্বংস হয়ে যায়। কেউ আবার অবৈধ পথে চলে যায়। সমকামী, যৌনতার বিষয়ও ঘটে। পুরোটা মিলেই এই চলচ্চিত্র।’
পি এইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘স্বপ্নবাজি’ সিনেমাটি প্রযোজনা করছেন পিয়াল হোসাইন। এখানে মাহিয়া মাহির বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন হালের সুপারহিট নায়ক সিয়াম আহমেদ। দুটি উল্লেখযোগ্য চরিত্রে আরো অভিনয় করছেন প্রিয়া জান্নাতুল এবং ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।

0 Reviews

Contact form

Name

Email *

Message *