সুখবর দিলেন ঐশ্বরিয়া

সুখবর দিলেন ঐশ্বরিয়া

Size
Price:

Read more


সুখবর দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার প্রিয় পরিচালক মণিরত্নমের নতুন ছবিতে এবার দেখা যাবে তাকে। এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। খবরে আরও বলা হয়, বহুদিন পর তামিল ইন্ডাস্ট্রিতে বিশ্বসুন্দরীর প্রত্যাবর্তনের পাশাপাশি অন্য চমকও থাকছে! এই ছবিতে একসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে। বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া। অমিতাভ বচ্চন ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে সম্মানিত।
অন্যদিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন। ‘অওর প্যায়ার হো গ্যায়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া। তাই অনেকেরই ধারণা, এই সিনেমার মাধ্যমেই অভিনয়ের দুনিয়ায় তার যাত্রা শুরু। কিন্তু না, এমনটা নয়, ঐশ্বরিয়া অভিনয়ে পা রেখেছিলেন মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে। সে অনেক বছর আগের কথা। সেই মণিরত্নমের সঙ্গে আবার কাজ! তাই দারুণ খুশি বচ্চনবধূ।

0 Reviews

Contact form

Name

Email *

Message *