Read more
শহিদের স্ত্রী মিরা |
জনপ্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর। ২০১৫ সালে মিরা রাজপুতকে বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান— মেয়ে মিশা ও ছেলে জেইন।
এদিকে বিয়ের পর স্বামীর সঙ্গে প্রায়ই মিরাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এমনকি নিয়মিত জিমেও যান তিনি। সব মিলিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন, বলিউডে ক্যারিয়ার গড়তে চাইছেন শহিদ কাপুরের স্ত্রী।
তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়ে মিরা জানিয়েছেন, শহিদের স্ত্রী হয়েই তিনি খুশি। পাশাপাশি সংসারের দায়িত্বটাও ঠিকঠাক পালন করতে চান। তিনি বলেন, সন্তানের দেখাশোনা করা অনেক বড় দায়িত্ব। সন্তান যখন দুজন দায়িত্বটা আরো বেশি। তবে পরিবার ও শহিদ কাপুরের কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি।
অন্যদিকে অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন শহিদ কাপুর। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা কবির সিং। বলিউড বক্স অফিসে গত বছর আয়ের দিক থেকে সবার উপরে ছিল এই সিনেমা। তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক এটি।
বর্তমানে জার্সি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শহিদ কাপুর। একই নামে একটি তেলেগু সিনেমার রিমেক এটি। তেলেগু ভাষায় জার্সি মুক্তি পায় গত বছর এপ্রিলে। স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন নানি ও শ্রদ্ধা শ্রীনাথ
0 Reviews