Read more
করণ জোহর সৌরভ গাঙ্গুলি |
করণ জোহরের পরিচালনায় নির্মিত হচ্ছে সৌরভের বায়োপিক, এটা নতুন নয়। এর আগেও অনেকবার ক্রীড়াঙ্গন ব্যক্তিদের নিয়ে বায়োপিক তৈরি করেছে ভারত। এবার ভারতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক ও বর্তমান দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হচ্ছে। সিনেমাটি নির্মান করবেন ভারতের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর। এই জন্য সৌরভের সঙ্গে করণ দেখা করেছেন বলেও জানা গেছে। অনেক্ষণ কথা বলছেন দাদার সঙ্গে।
বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবারই মুম্বাই গেছেন সৌরভ। সামনেই আইপিএল। সে নিয়েই কথা বলতে তার মুম্বাই-সফর। এ দিকে দাদা পৌঁছতেই বিসিসিআই অফিসে চলে গিয়েছেন পরিচালক করণ জোহর। অন্যদিকে তাদের মিটিংকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, দাদারও নাকি আপত্তি নেই বায়োপিকে। চলছে লিড কাস্টিংয়েরও খোঁজ। হাজার হোক সৌরভের বায়োপিক বলে কথা।
তার জীবনের ওঠা-নামা, বিতর্ক, কামব্যাক— সবই যে থাকবে সে ছবিতে আভাস মিলেছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত মুখ খোলেননি করণ এবং সৌরভ। তবে সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরেই দাদার বায়োপিক বানানোর কথা চলছে। নানা প্রস্তাবও আসছে। এই মিটিংয়েও বায়োপিক বানানো নিয়ে হয়েছে বিস্তর আলোচনাও। যদিও এখনও পর্যন্ত কিছু চুড়ান্ত হয়নি বলেই শোনা গিয়েছে।
যদিও ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, প্রায় দুই বছর ধরেই ‘দ্য প্রিন্স অব কলকাতা’ খ্যাত সৌরভ গাঙ্গুলীর বায়োপিক বানানোর কথা চলছে। নানা প্রস্তাবও আসছে। সৌরভের ঘনিষ্ঠ সূত্র এমনটাই ইঙ্গিত দিয়েছে।
0 Reviews